Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চরঈশ্বর ইউনিয়ন পরিষদ

একনজরেচরঈশ্বর

কালের স্বাক্ষী বহন কারী বাঙ্গোপসাগরের পাড় ঘেঁসে জেগে উঠা এক অপূর্ব নৈসর্গিক সুন্দর্যের দ্বীপ হাতিয়া।সুদূর প্রাচীন কাল হতে শুরু করে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এখনো বিরাজমান এই হাতিয়া।হতিয়া উপজেলার আন্তর্গত০৫ নং চরঈশ্বর ইউনিয়ন।মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত এই চরঈশ্বর। এর রয়েছে নিজস্ব  বৈশিষ্ট্য,বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যে সে নিজেকে সাজিয়ে রেখেছে এক অপরুপ মহিমায়।তাই যে কোন মানুষের মনকে খুব সহজে জয় করে নেয়।

মোট আয়তনঃ ২৭ বর্গ কিঃমিঃ ।

 মোট মৌজার সংখ্যা -২টি (চরঈশ্বর রায়, চরলক্ষীদিয়া)।

লোক সংখ্যা ৪২২৪২ জন।

খানার সংখ্যা ৬১০৮ টি।

শিক্ষার হারঃ৬২%।

শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ মাদ্রাসা ২৫টি (কামেল মাদ্রাসা-১টি , এবতেদায়ী-২টি,ফোরকানিয়া-১৩টি,নূরানী-৪টি,

                                                             দাখিল –নাই,হাফেজিয়া-১টি।)

মাধ্যমিক বিদ্যালয়ঃ ২টি। 

জুনিয়র বিদ্যালয়ঃ৩টি(বালক ০১টি,বালিকা২টি) ।      

প্রাথমিক  বিদ্যালয়ঃ১৬টি

মসজিদের সংখ্যাঃ ২১টি।

ঈদ গাঃ০২টি।

গড় জনসংখ্যা ৩১২ জন

নাম

খানার সংখ্যা

লোক সংখ্যা

চরঈশ্বর রায়

৪৪৬১

২১৯২৭

উত্তর চর লটিয়া

২৮১৯

১৪৮৭৮

 দক্ষিন চরঈশ্বর

১০১৩

৪৪৪৬

রাজের হাওলা

৫২

২০৯

চর লটিয়া

৫৭৭

২৩৯৪

চর লক্ষীদিয়া

৯৪১

৪৩০১

রাস্তার সঙ্খাঃ৫৫কিঃমিঃ(পাকা-১১ ১/২কিঃমিঃ,ওয়পদা-২৫ ১/২কিঃমিঃ)।

পানি নিষ্কাশন খালঃ ৪৪কিঃমিঃ।

কালবাটঃ৫৬টি।

বয়স্ক ভাতা ভুগীর সংখ্যাঃ ৩২০+৬৮(নতুন) জন।  

বিধবা ভাতা ভুগীর সংখ্যাঃ ৮৮+২১ (নতুন) জন।

প্রতিবন্ধির সংখ্যাঃ ৫৫+১০ (নতুন) জন।

নল কূপের সংখ্যাঃ ২১২+৫০ (হাইসাওয়া প্রকল্পের অধীনে) টি।